জানুয়ারি ২২, ২০২৫

জর্দান নদীর পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি সেনাদের পাশবিক হামলার খবর ও ছবি যাতে প্রকাশিত হতে না পারে সেজন্য সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে দখলদার সেনারা। এ খবর জানিয়েছে, মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিন স্বশাসিত সরকারের তথ্য মন্ত্রণালয়।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ইসরাইলি সেনারা ফিলিস্তিনি সাংবাদিকদেরকে একটি ঘরের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখে। এছাড়া, তারা সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং তাদের কাছ থেকে ক্যামেরা ও ট্রান্সমিটার ছিনিয়ে নিচ্ছে।

এর আগে রিপোর্টার্স উইথআউট বর্ডার্স সম্প্রতি ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর হামলা বন্ধ করতে তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছিল।

গত কয়েক মাসে ইসরাইলি সেনারা প্রায় এক ডজন ফিলিস্তিনি সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে। ২০২২ সালের ১১ মে ইসরাইলি হামলায় আল-জাযিরার নারী সাংবাদিক শিরিন আবু আকলেহ নিহত হওয়ার পর থেকে অন্তত ১১ জন ফিলিস্তিনি সাংবাদিক সেনাদের পাশবিক হামলার শিকার হয়েছেন। এই ১১টি হামলার প্রতিটি ঘটনা হামলার শিকার সাংবাদিকদের ক্যামেরা কিংবা তাদের ব্যবহৃত মাইক্রোফোনে রেকর্ড হয়ে রয়েছে। কিন্তু এসব ঘটনার একটিতেও দায়ী ইসরাইলি সেনাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেয়া হয়নি। পার্সটুডে

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...