জানুয়ারি ২৩, ২০২৫

কেন্দ্রীয় সরকারে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারপারসন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। প্রধানমন্ত্রী পদে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রার্থীকে সমর্থনের কথাও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার ইসলামাবাদে পাকিস্তান পিপলস পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ সিদ্ধান্তের কথা জানান বিলাওয়াল।

তিনি বলেন, আমাদের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে দেশকে সংকট থেকে বের করে আনা। আমাদের পাকিস্তানকে সমর্থন ও শক্তিশালী করতে হবে। খবর ডন ও জিয়ো নিউজ উর্দূর।

সরকারে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে বিলাওয়াল বলেন, পাকিস্তান পিপলস পার্টির সরকার গঠনের ম্যান্ডেট নেই, ম্যান্ডেটের অভাবে আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে পারব না। তাই প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আমি থাকছি না।

আরও পড়ুন: পিটিআই সমর্থিত স্বতন্ত্রদের যে আহ্বান জানালেন শেহবাজ

সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পিপিপির সঙ্গে কথা না বলার ঘোষণা দিয়েছে। পিএমএল-এন সরকার গঠনের জন্য পিপিপির কাছে আবেদন করেছে, তাই পিপিপি ফেডারেল সরকারের অংশ হবে না।

তিনি আরও বলেন, আমরা রাজনৈতিক সংকট সৃষ্টি করব না। নতুন নির্বাচন ও রাজনৈতিক সংকট এড়াতে সরকার গঠনে সহযোগিতা করবো। পিপিপি রাজনৈতিক অস্থিতিশীলতা চায় না, কোনো দল যদি সরকার গঠন করতে না পারে তাহলে নতুন নির্বাচন হবে।

বিলাওয়াল ভুট্টো বলেন, পিপিপি তার ইশতেহার অনুযায়ী চলবে। পিপিপি ফেডারেল মন্ত্রিসভায় মন্ত্রণালয় না নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...