ডিসেম্বর ২৩, ২০২৪

প্রধানমন্ত্রী ও সংসদনেতা শেখ হাসিনা বলেছেন, যোগাযোগ খাতে আওয়ামী লীগ সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে যে সাফল্যের স্বাক্ষর রেখেছে, তা সব মহলে স্বীকৃত ও প্রশংসিত হয়েছে।

বুধবার (১ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। বুধবারের প্রশ্ন-উত্তর টেবিলে উপস্থাপিত হয়।

সংসদে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে উন্নত, দক্ষ ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা। গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকার খাত হিসেবে যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ, সুগম ও নিরাপদ করার লক্ষ্যে সড়ক ও রেলপথের সম্প্রসারণ ও সংস্কার চলছে। দেশের ইতিহাসে এই প্রথম কোনো রাজনতিক দল সড়ক, রেল, আকাশ ও জলপথ যোগাযোগের ক্ষেত্রে স্বল্প ও দীর্ঘ মেয়াদি সুস্পষ্ট পরিকল্পনা ও কর্মসূচি (রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১) সামনে রেখে তা বাস্তবায়নে কাজ করছে।

বগুড়া-৫ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মো. হাবিবর রহমানের এক প্রশ্নের লিখিত উত্তরে প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির আমন্ত্রণে আমি ১৫তম ব্রিকস সামিটে যোগদান করি। গত ২৪ আগস্ট ব্রিকস- আফ্রিকা আউটরিচ অ্যান্ড ব্রিকস প্লাস ডায়ালগে বক্তব্য প্রদানকালে ব্রিকসকে বহুমুখী বিশ্বের বাতিঘর হিসেবে আবির্ভূত হওয়ার আহ্বান জানাই। এক অনুষ্ঠানে আমি পাঁচ দফা বিশ্বনেতৃবৃন্দের সামনে উপস্থাপন করি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...