নভেম্বর ১৪, ২০২৪

সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এলক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের সচিবকে সভাপতি করে ফরমেট তৈরি করতে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কমিটির সদস্য সচিব করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগের অতিরিক্ত সচিবকে। সদস্য হিসেবে রয়েছেন- মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিনিধি, জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধি, অর্থ বিভাগের প্রতিনিধি এবং বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের প্রতিনিধি।

কমিটির কার্যপরিধিতে বলা হয়, সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের জন্য ফরমেট প্রণয়ন। এ কমিটি আগামী ৭ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিলের ফরমেট প্রণয়নসহ প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...