ডিসেম্বর ২৩, ২০২৪

সভা-সমাবেশের নামে অবরোধ ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জনদুর্ভোগ সৃষ্টি বন্ধে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এই রিট আবেদন করেন।

আগামী সপ্তাহে বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বে দ্বৈত বেঞ্চে রিটের বিষয়ে শুনানি হবে। রিটে আইন সচিব, আইজিপি, স্বরাষ্ট্র সচিবকে বিবাদী করা হয়েছে বলে জানান রিটকারী আইনজীবী।

আইনজীবী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সোমবার তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রাস্তা বন্ধ করে যেভাবে আন্দোলন করেছে তাতে রাজধানীতে ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়। একই সাথে সমাবেশের নামে ইট-পাটকেল ছুড়ে জখম করার মতো ঘটনাও ঘটেছে। এভাবে যেন জাতীয় মহাসড়ক অবরুদ্ধ এবং দুর্ভোগ সৃষ্টি না হয়, এ জন্য জনস্বার্থে আদালতে রিট দায়ের করা হয়েছে।’

রিটকারী এই আইনজীবী আরও বলেন, ‘সভা-সমাবেশের নামে যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয় এটাই চাওয়া। আন্দোলনকারীরা আগেই আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে অনুমোদন নিয়ে যেন সভা-সমাবেশ বা মানববন্ধন করেন।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...