সদ্য সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে দেশে ২ হাজার ৩৯১ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে। এই অর্থের মধ্যে সবচেয়ে বেশি আয় এসেছে আরব আমিরাত থেকে, ৪৫৯ কোটি ৯০ লাখ ডলার।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে আরব আমিরাত থেকে রেমিট্যান্স আয় ৫২ শতাংশ বেড়েছে। আলোচ্য সময়ে দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৪৫৯ কোটি ৯০ লাখ ডলার।
অবশ্য এর আগের অর্থবছরেও ৪৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছিল দেশটির রেমিটাররা। ২০২৩ অর্থবছরে দেশটিতে প্রায় ৭৭ হাজার কর্মী গিয়েছেন। এছাড়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে আসা রেমিট্যান্স আয়েও ৪০ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে।
এদিকে সমাপ্ত ২০২৪ অর্থবছরে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসা জেলাগুলোর মধ্যে প্রবৃদ্ধিতে শীর্ষস্থান অর্জন করেছে চট্টগ্রাম।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, রেমিট্যান্স আয়ে দ্বিতীয় স্থানে থাকা চট্টগ্রামের বাসিন্দারা ২০২৩ অর্থবছরের তুলনায় রেমিট্যান্স পাঠানো বাড়িয়েছে ৪৭ শতাংশ। ২০২৪ অর্থবছরে এই জেলা রেমিট্যান্স পেয়েছে ২.৩৭বিলিয়ন ডলার। এর আগের অর্থবছরে চট্টগ্রামের বাসিন্দারা ১ দশমিক ৬১ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিল। সে হিসাবে বিদায়ী অর্থবছরে রেমিট্যান্স বেশি এসেছে প্রায় ৭৫৭ মিলিয়ন ডলার।
অপরদিকে প্রথম স্থানে থাকা ঢাকা জেলায় ২০২৪ অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৯ শতাংশ। এছাড়া, শীর্ষ ৬ জেলার বাকিগুলোতে রেমিট্যান্সের প্রবৃদ্ধি থাকলেও সেটি ১০ শতাংশের নিচে রয়েছে। বিশেষ করে, বিদেশে কর্মী পাঠানোর সংখ্যায় ২০২৩ অর্থবছরে শীর্ষস্থানে থাকা কুমিল্লা জেলায় রেমিট্যান্স বেড়েছে মাত্র ১ শতাংশের মতো।