ডিসেম্বর ২৩, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আলোচ্য সপ্তাহে টাকার অংকে লেনদেন বেড়েছে ৪৬.৯৯ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে ২ হাজার ১৯০ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৯০ কোটি ৩৩ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৭০০ কোটি ২৮ লাখ টাকার বা ৪৬.৯৯ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধান ২৫ দশমিক ২৬ পয়েন্ট বা দশমিক ৪০ শতাংশ কমে ৬ হাজার ২৮০ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৮ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইর শরীয়াহ সূচক কমেছে ৭.৬৩ পয়েন্ট বা দশমিক ৫৬ শতাংশ।

ডিএসইতে গত সপ্তাহে ৪০৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৯৭টির, কমেছে ৬০টির। আর ২২৫টির দাম ছিল অপরিবর্তিত।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...