ডিসেম্বর ২৫, ২০২৪

ইন্ডিয়ান আইডলের মঞ্চে শনিবার রামায়ণের বিশেষ পর্ব মঞ্চায়ন করা হয়। সেখানে ইন্ডিয়ান আইডলের শুভদীপ এবং অনন্যা অসাধারণ পারফরম্যান্স করেন। তারা ‘তুহি রে’ গানটি গেয়ে শোনান। আর তাদের গান শুনে হাউমাউ করে কেঁদে উঠেন সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে ওঠে এসেছে সেই তথ্য।

পশ্চিমবঙ্গের শুভদীপ দাস এবং অনন্যা পালের গাওয়া বম্বে ছবির ‘তুহি রে’ গানটি শুনে মুগ্ধ হয়ে যান বিচারকরা। তিন বিচারক ‘ওয়াহ ওয়াহ’ করে ওঠেন। দেন হাততালি। এমনকি বিশেষ অতিথিকে ওদের দুজনের সঙ্গে গুণগুণ করে গাইতেও দেখা যায় এ গানটি।

তাদের গান শুনে কেঁদে ফেলেন শ্রেয়া ঘোষাল। ছলছল নজরে তাকিয়ে থাকেন তাদের দিকে। উঠে হাততালি দেন। তিনি বলেন, ‘আত্মার সঙ্গে মিশে গেল যেন…।’ অন্যান্য প্রতিযোগীদেরও তাদের গান শুনে কাঁদতে দেখা যায়।

ইন্ডিয়ান আইডলে শ্রেয়া ঘোষাল, কুমার শানু এবং বিশাল দাদলানিকে এবার বিচারকের আসনে দেখা যায়। তারা শুটিংয়ের ফাঁকে হামেশাই মজা করেন, রিল বানান, সেগুলো আবার দর্শকদের সঙ্গে ভাগ করে নেন। এই শো প্রতি শনি এবং রোববার রাত ৮টা থেকে সনি চ্যানেলে সম্প্রচারিত হয়।

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...