ডিসেম্বর ২৬, ২০২৪

শ্রীলংকান প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেয়েছেন তাসকিন আহমেদ। মঙ্গলবার নিলাম থেকে এই বাংলাদেশি পেসারকে দলে নিয়েছে কলম্বো স্ট্রাইকার্স। নিলামে তাসকিনের ভিত্তিমূল্য ধরা হয়েছিল ৫০ হাজার ডলার। ভিত্তিমূল্যেই তাকে দলে ভিড়িয়েছে কলম্বো।

তাসকিন আহমেদ দল পেলেও অবিক্রিতই থেকে গিয়েছেন লিটন দাস এবং মুশফিকুর রহিম। লংকান প্রিমিয়ার লিগের এবারের নিলামে প্রথম বাংলাদেশি হিসেবে নাম উঠেছিল লিটন দাসের। ৩০ হাজার ডলারে নাম উঠেছিল লিটনের। তবে বাংলাদেশের এই উইকেটরক্ষককে নিতে আগ্রহ দেখায়নি কোনো দলই।

মুশফিকের বেস প্রাইজ ছিল ৫০ হাজার ডলার, তবে অভিজ্ঞ এই ক্রিকেটারের দিকেও আগ্রহ ছিল না কোনো ফ্র্যাঞ্চাইজির। এর আগে সরাসরি চুক্তিতে বাংলাদেশের আরেক পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে ডাম্বুলা থান্ডার্স। মোস্তাফিজ এর আগে কখনো এলপিএলে খেলেননি।

শ্রীলংকান বোর্ড নিলামের জন্য নিবন্ধিত খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিল। সেখানে বাংলাদেশ থেকে আরও আছে তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্তর নাম। ১ জুলাই থেকে শুরু হবে এবারের এলপিএল।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...