ডিসেম্বর ৩০, ২০২৪

বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। আজ শুক্রবার ভারতের গুয়াহাটিতে বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে এ খেলায় এমন জয় পায় টাইগাররা।

টসে জিতে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। বাংলাদেশকে নামতে হয় ফিল্ডিংয়ে।

মাঠে নেমে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে শ্রীলঙ্কা করে ২৬৩ রান। জবাবে ৪২ ওভারে মাত্র ৩ উইকেটে ২৬৪ করে জয় পায় বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...