কদিন আগেই মেজাজ হারিয়ে ড্রেসিংরুমের চেয়ালে লাথি মেরে বসেছিলেন সাবেক ক্রিকেটার ও পিএসএল ফ্র্যাঞ্চাইজি করাচি কিংস প্রেসিডেন্ট ওয়াসিম আকরাম। এবার ম্যাচ চলাকালেই তপ্ত বাদানুবাদে জড়ালেন শোয়েব মালিকের সঙ্গে।
চলতি পাকিস্তান সুপার লিগে একদমই ছন্দে নেই করাচি কিংস। আট ম্যাচ খেলে ছয়টিতেই হেরে গেছে শোয়েব মালিকরা। গত শুক্রবার ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ২০১ রান তুলেও ৬ উইকেটে হেরে গেছে তারা। পরপর হারে ক্ষুব্ধ দলের প্রেসিডেন্ট এবং মেন্টর আকরাম। ২০২০ সালের চ্যাম্পিয়নরা গত বছর শেষ করেছিল পয়েন্ট তালিকায় সবার নীচে থেকে। এবারের পারফরম্যান্সেও হতাশ করাচির সমর্থকরা।
ইসলামাবাদের বিপক্ষে বড় সংগ্রহ নিয়েও দল হেরে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন সাবেক অলরাউন্ডার। ম্যাচ শেষ হওয়ার পর ক্রিকেটারদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সে সময়ই তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়েন পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক শোয়েবের সঙ্গে।
এর আগে মুলতান সুলতান্সের বিপক্ষে হাতের নাগালে থাকা ম্যাচ হাতছাড়া হওয়ার পরও মেজাজ ধরে রাখতে পারেননি আকরাম। মুলতান সুলতান্সের বিপক্ষে জিততে শেষ ৪ বলে ৭ রান দরকার ছিল করাচি কিংসের। কিন্তু সহজ এই সমীকরণ মেলাতে পারেনি কিংস।
হাতের নাগালে চলে আসা ম্যাচ এভাবে হাতছাড়া হওয়াতে মেজাজ ধরে রাখতে পারলেন না করাচি কিংস প্রেসিডেন্ট ওয়াসিম আকরাম। টিভি স্ক্রিনে দেখা যায়, করাচির হার নিশ্চিত হতেই হতাশায় মাথায় হাত দিয়ে পেছনে শরীর এলিয়ে দেন আকরাম। শুধু এতটুকুতে সীমাবদ্ধ থাকলেন না, ক্ষোভ আর একরাশ হতাশায় লাথি মেরে বসেন ড্রেসিংরুমের চেয়ারে।
এদিকে, শোয়েবের সঙ্গে তার বাদানুবাদের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ক্রিকেটপ্রেমীরাও আকরামের দোষ দেখছেন না। তারাও শোয়েবদের হতশ্রী পারফরম্যান্সকে দুষছেন।