জানুয়ারি ২২, ২০২৫

আজ (শুক্রবার) ছুটির দিনে সকাল থেকেই বাণিজ্য মেলায় বাড়ছে দর্শনার্থীদের ভিড়। আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, সাপ্তাহিক ছুটি হওয়ায় বেচাকেনায় মেলা বেশ জমজমাট। এখানে প্রবেশের পর বিভিন্নভাবে সময় কাটাচ্ছেন দর্শনার্থীরা। কেউ কেউ সময় কাজে লাগিয়ে আগেভাগেই প্রয়োজনীয় কেনাকাটায় ভিড় করছেন স্টল ও প্যাভিলিয়নে।

ব্যবসায়ীরা বলছেন, আজ শেষ শুক্রবার হওয়ায় সকাল থেকেই ক্রেতা উপস্থিতি বাড়ছে। সময় শেষ দিকে হওয়ায় ডিসকাউন্ট অফারও মিলছে অনেক পণ্যে। শেষ সময়ের মূল্যছাড়ের অপেক্ষায় থাকা ক্রেতারাই শেষ দিকে বেশি আসছেন। তবে বেচাকেনা কম।

এদিকে, গরম পোশাকের বিক্রি কমেছে অনেকটা। চার হাজার টাকার ব্লেজার ১ হাজার ৫০০ টাকা হাঁকলেও ক্রেতা মিলছে না প্যাভিলিয়নগুলোতে। ক্ষতি পুষিয়ে নিতে মেলার দিন বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। আর মেলায় গহনার স্টল, খাবার দোকানসহ অন্যান্য স্টলে ভিড় দেখা গেলেও বেচাকেনা প্রত্যাশিত নয় বলে জানান বিক্রেতারা।

ব্যবসায়ীরা বলেন, এবার আশানুরূপ বেচাবিক্রি হয়নি। তাই মেলার সময় বাড়ালে হয়তো ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব হবে।

উল্লেখ্য, রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে শুরু হওয়া এ ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মেলা; আর ছুটির দিন চলবে রাত ১০টা পর্যন্ত।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...