জানুয়ারি ৫, ২০২৫

ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এতে গোটা বছরটা ভালো না কাটলেও জয় দিয়েই শেষ করতে পারল হাভিয়ের কাবরেরার শিষ্যরা। সেই সঙ্গে মালদ্বীপের সঙ্গে দুই ম্যাচের সিরিজটি ১-১ সমতা শেষ করল লাল-সবুজের প্রতিনিধিরা।

শনিবার (১৬ নভেম্বর) কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে প্রথমে গোল হজম করে পিছিয়ে পড়ে তপু বর্মনরা। তবে জনির গোলে সমতায় ফিরে বিরতিতে যায় বাংলাদেশ। পরে নির্ধারিত সময় শেষ হবার পর অতিরিক্ত সময়ে পাপনের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

খেলায় শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। আগের ম্যাচের একাদশে এক পরিবর্তন নিয়ে দল সাজান কাবরেরা। সাইয়েদ কাজেম কিরমানির জায়গায় সুযোগ পান মজিবর রহমান জনি। প্রথমার্ধ শেষ হবার আগে সমতাসূচক গোলটি করেন তিনিই।

ম্যাচের ষষ্ঠ মিনিটে মালদ্বীপের বক্সে হানা দেয় বাংলাদেশ। ডানপ্রান্ত দিয়ে আক্রমণে ওঠেন জনি। তবে তার দেয়া পাস থেকে সুবিধা আদায় করে নিতে পারেনি স্বাগতিকরা। তবে তপু বর্মনের ভুল পাস থেকে ঠিকই ফায়দা তুলে নেয় মালদ্বীপ। তার ভুলের মাশুল দিয়ে খেলার ২৪ মিনিটে ১-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। আগের ম্যাচের মতো এবারও মালদ্বীপকে এগিয়ে দেন আলি ফাসির।

প্রথমার্ধ শেষ হবার ২ মিনিট আগে মোরসালিনের সঙ্গে ফাহিমের পাস গিয়ে ঠেকে জনির পায়ে। সেখান থেকে বল নিয়ে সামনে থাকা প্রতিপক্ষের চারজন ডিফেন্ডারকে বোকা বাকিয়ে জোড়ালো শট নেন গোলে। মালদ্বীপের গোলরক্ষক ডান দিকে ঝাপিয়ে আটকানোর চেষ্টা করলেও বলের নাগাল পাননি তিনি। বিরতির আগে সমতায় ফেরে বাংলাদেশ।

বিরতির পর দু’দলই আক্রমণাত্মক ভঙিতে খেলতে থাকে। তবে প্রতিপক্ষের রক্ষণভাগকে অতিক্রম করে গোল আদায় করতে ব্যর্থ হন উভয় দলের ফরোয়ার্ডরা।

নির্ধারিত সময় শেষ হবার ২ মিনিট আগে গোলের সহজ সুযোগ মিস করে স্বাগতিকরা। রহমত মিয়ার ক্রস থেকে পাওয়া বল হেড দিয়ে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন তপু বর্মন।

ম্যাচের নির্ধারিত সময় শেষ হবার পর অতিরিক্ত সময়ে জয়সূচক গোলটি করেন পাপন। শাহরিয়ার ইমনের বাড়ানো বলে ডি-বক্সের ভেতর থেকে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করে বাংলাদেশকে আনন্দে ভাসান তিনি।

এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ড্র সামনে রেখে র‍্যাঙ্কিংয়ে উন্নতির লক্ষ্যে মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ। একটিতে পরাজয় বরণ করলেও শেষ ম্যাচে জয় দিয়ে আন্তর্জাতিক বিরতি শেষ করে স্বাগতিকরা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...