ডিসেম্বর ২৮, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা মো. মনসুরুজ্জামান তার স্ত্রীকে শেয়ার উপহার দেবেন।

আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মনসুরুজ্জামান তার স্ত্রী সুলতানা ফেরদৌসী বেগমকে (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) ৫ লাখ ৩০ হাজার শেয়ার উপহার দেবেন। এই উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ১৫ লাখ ৩০ হাজার শেয়ার আছে।

উল্লেখ্য, এই উদ্যোক্তা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার স্ত্রীকে ডিএসইর লেনদেন সিস্টেমের বাইরে যেয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিতে পারবেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...