ডিসেম্বর ২৩, ২০২৪

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. রায়হানা আউয়াল। তিনি একই প্রতিষ্ঠানের সার্জারি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।

বুধবার (৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

আদেশে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কমকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।

আগামী সাত কর্মদিবসের মধ্যে বদলি/পদায়নকৃত কর্মকর্তা কৃতকর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৮ম কর্মদিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহিত (স্ট্যান্ড রিলিজ) মর্মে গণ্য হবেন।

অবমুক্তির সময় তিনি বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন। যোগদানের পর বিভাগ ন্যস্তকৃত বিভাগ ও কর্মস্থলে মুভ ইন হবেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...