জানুয়ারি ৮, ২০২৫

বিয়ে করতে যাচ্ছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘হাবু ভাই’খ্যাত অভিনেতা মাহবুবুর রহমান চাষী।

এ অভিনেতার ঘনিষ্ঠ একটি সূত্র বলেন— ‘বৃহস্পতিবার গায়ে হলুদ, শুক্রবার বিবাহবন্ধনে আবদ্ধ হবেন চাষী।’ তবে এ বিষয়ে চাষীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জানা যায়, আজ (২৪ আগস্ট) রাতে রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ঘনিষ্ঠজনরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

কাজল আরিফিন অমি পরিচালিত বহুল আলোচিত টিভি সিরিয়াল ‘ব‌্যাচেলর পয়েন্ট’। ২০১৯ সালের শেষের দিকে সিরিয়ালটির প্রথম সিজনের সম্প্রচার শুরু হয় বেসরকারি টেলিভিশন চ‌্যানেল বাংলা ভিশনে। পাশাপাশি এটি মুক্তি পায় ধ্রুব টিভির ইউটিউব চ‌্যানেলে। এ সিরিজে ‘হাবু ভাই’ চরিত্রে অভিনয় করে নজর কাড়েন চাষী।

তা ছাড়াও কাজল আরেফিন অমি পরিচালিত নাটক ‘কিডনি’, ‘ফিমেল’, ‘ফিমেল টু’ এবং ‘ফিমেল থ্রি’ নাটকে অভিনয় করে দারুণ সাড়া ফেলেন চাষী।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...