ডিসেম্বর ২২, ২০২৪

শীত আসছে। পানি গরম করার ঝামেলা থেকে রেহাই পেতে অনেকেই অফিস বা বাসায় গিজার ব্যবহার করেন।

গরমের সময় গিজার তেমন একটা ব্যবহার হয় না। ফলে বন্ধ অবস্থায় ঘরে পড়ে থাকায় এর মধ্যে যান্ত্রিক ত্রুটি দেখা দিতে পারে। শীতের আগেই সেব সারিয়ে নিন।

শীতের আগে গিজারে যেসব সারাতে হবে

যারা নতুন গিজার কিনবেন তাদের গিজার কেনার পর ১২ মাস অর্থাৎ এক বছরের মধ্যে একজন পেশাদার দ্বারা গিজারের সার্ভিসিং করিয়ে নেওয়া উচিত। এছাড়া যদি গিজার এক বছরেরও বেশি সময় ধরে কাজ করে থাকে, তবে নিশ্চিত করতে হবে যে প্রতি ৬ মাস পর পর এটির সার্ভিসিং করানো হচ্ছে।

প্রয়োজন অনুযায়ী যাতে গিজার সঠিকভাবে কাজ করতে পারে তার জন্য ওয়াটার হিটারের রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি গিজারের নিয়মিত সার্ভিসিং না করা হয় তবে গিজারে স্কেলিং ঘটতে পারে, যার ফলে গিজারের হিটিং রডের পানিতে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম জমা হতে পারে। এতে আরও ক্ষতির সম্ভাবনা রয়েছে।

সবচেয়ে খারাপ হলো, অনেক সময় গিজার লিক করতে পারে বা ফেটে যেতে পারে। গিজার শব্দ করতে শুরু করে, গিজার ফুটো হতে শুরু করে, গিজার পানি গরম করতে সময় নেয় অথবা বিদ্যুতের আলো না জ্বলে বা বার বার বন্ধ হয়ে যায়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...