জানুয়ারি ৮, ২০২৫

আগামী ৩১ আগস্ট ঢাকার আলোকি-তে বিশেষ এক কনসার্টে একসঙ্গে মঞ্চে থাকবেন বাংলাদেশের দুই শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী, দামীর ও ফুয়াদ।

সঙ্গীত পরিচালক ফুয়াদ আল মুকতাদির দীর্ঘদিন পর মঞ্চে ফিরছে দুই তরুণ শিল্পী সনজয় ও দামীরের সঙ্গে।

কনটেম্পোরারি বাংলা সঙ্গীত জগতের গায়ক, সুরকার ও সঙ্গীতপরিচালক ফুয়াদ আল মুকতাদির। তার উদ্ভাবনী প্রযোজনা কৌশল এবং ট্র্যাডিশনাল বাংলা সঙ্গীতকে ইলেকট্রনিক প্রভাবের সঙ্গে মিশিয়ে দেওয়ার দক্ষতার জন্য প্রশংসিত হয়েছে।

দামীর বাংলাদেশি সঙ্গীত জগতের একজন উদীয়মান তারকা। তার হিট গান ‘আমার জান’ এবং ‘বাসব ভালো’ বিশ্বব্যাপী রেডিও স্টেশনে প্রচার হয়েছে।
সিলেট-এর সনজয়, একজন ডিজে এবং প্রযোজক, সঙ্গীতের বিশ্বের কিছু বড় নামের সাথে কাজ করেছে। তার হিট গান ‘শাংরি লা’ ‘অবভি’, ‘জেস’ এবং ‘ওয়ান ইন এ মিলিয়ন’ লাখ লাখ স্ট্রিম করা হয়েছে। বাংলাদেশি সঙ্গীতের বিশ্বব্যাপী প্রভাব উদযাপনের লক্ষে ঢাকার তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে এ কনসার্টটি অনুষ্ঠিত হবে। টিকিট অনলাইনে পাওয়া যাবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...