ডিসেম্বর ২৩, ২০২৪

অবৈধ ইটভাটা বন্ধ সংক্রান্ত এক রিটের শুনানিতে পরিবেশ অধিদপ্তরের কার্যক্রম নিয়ে উষ্মা প্রকাশ করে হাইকোর্ট। উচ্চ আদালতটি বলেছে, পরিবেশ রক্ষায় অধিদপ্তর কোনো পদক্ষেপ নেয় না। হাইকোর্টের এমন মন্তব্যকে মন্ত্রণালয়ের জন্য লজ্জাজনক উল্লেখ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

তিনি বলেন, অবৈধ ইটভাটা বন্ধসহ পরিবেশ রক্ষায় ১০০ দিনের কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরকে এমনভাবে কাজ করতে হবে যাতে ভবিষ্যতে তাদের দায়িত্ব স্মরণ করিয়ে আদালতকে নির্দেশনা দিতে না হয়‌।

শুক্রবার সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পাঁচ নম্বর ওয়ার্ডে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এসময় মন্ত্রী জানান, দ্রুত এ বিষয়ে ১০০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে। অবৈধ ইটভাটা বন্ধের বিষয়ে জোর দেবে মন্ত্রণালয়‌। একই সঙ্গে জনবল সঙ্কট সমাধানেও পদক্ষেপ নেওয়া হবে।

কম্বল বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, যারা ভোট দিয়েছেন বা দেন নাই সবার প্রতি সমান দৃষ্টি রেখে জনসেবাসহ এলাকার উন্নয়ন আর নেত্রীর মুখ উজ্জ্বল করার চেষ্টা করবো।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...