ডিসেম্বর ২৩, ২০২৪

বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত আলোচিত সিনেমা ‘ডাঙ্কি’। গত ২১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে এটি। ভারতের ৪ হাজারের বেশি পর্দায় প্রদর্শিত হচ্ছে রাজকুমার হিরানি নির্মিত এই সিনেমা।

মুক্তির প্রথম প্রহর থেকে দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে ‘ডাঙ্কি’। তবে মুক্তির প্রথম দিনে ভারতে সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমার তালিকায় এ সিনেমার অবস্থান তেইশ। এ তালিকার শীর্ষে রয়েছে শাহরুখ অভিনীত ‘জওয়ান’ (৬৫.৫ কোটি রুপি) ও ‘পাঠান’ (৫৫ কোটি রুপি)। অর্থাৎ নিজের সিনেমার রেকর্ড নিজে ভাঙতে পারেননি শাহরুখ। তারপর থেকে বক্স অফিসে ওঠা-নামা করছে সিনেমাটির আয়।

বলি মুভি রিভিউজ ডটকম জানিয়েছে, মুক্তির প্রথম দিনে শুধু ভারতে ‘ডাঙ্কি’ আয় করেছে ২৯.২ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করেছে ২০ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করেছে ২৪.৩ কোটি রুপি, চতুর্থ দিনে আয় করেছে ২৯ কোটি রুপি, পঞ্চম দিনে আয় করেছে ২০.৫ কোটি রুপি। পাঁচ দিনে ভারতে সিনেমাটি আয় করেছে ১২৩ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ২১১.১৩ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ২৭৮ কোটি ৮৬ লাখ টাকার বেশি।

স্যাকনিল্ক ডটকমের তথ্য অনুসারে, শুধু ভারতে ‘ডাঙ্কি’ আয় করেছে ১২৭ কোটি রুপি। আর বিশ্বব্যাপী আয় করেছে ২০৬ কোটি রুপি।

প্রথমবার ‘ডাঙ্কি’ সিনেমায় শাহরুখের সঙ্গে কাজ করেছেন রাজকুমার হিরানি। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন— তাপসী পান্নু, দিয়া মির্জা, বোমান ইরানি প্রমুখ। সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ২০০ কোটি রুপি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...