ডিসেম্বর ২৩, ২০২৪

সারা শরীর ব্যান্ডেজ দিয়ে বাঁধা। সেই ব্যান্ডেজ দিয়ে আবার রক্ত বের হচ্ছে। এমন শাহরুখ খানকে দেখে প্রথমে খানিক অবাকই হয়ে গিয়েছিল ছোট্ট আব্রাম। বাবা নয়, তার মনে হয়েছিল শাহরুখ আদপে মমি।

‘জওয়ান’ ছবিতে বাবাকে দেখে ছোট ছেলের প্রতিক্রিয়ার কথা জানালেন শাহরুখ খান।

শনিবার শাহরুখ ঘোষণা করেছেন কবে মুক্তি পাবে ‘জওয়ান’। আর এই উপলক্ষেই ভক্তদের সঙ্গে এক চ্যাট সেশনে মেতেছিলেন তিনি।

শাহরুখকে প্রশ্ন করা হয়, “জওয়ানের পোস্টার দেখে আব্রাম, আরিয়ান ও সুহানা কী বলেছেন?” উত্তরে রসিকতা করে শাহরুখ লেখেন, “আব্রাম বলেছে- ওর বাবাকে মমির মতো লাগছে।”

প্রাচীন মিশরে মৃতদেহকে ওষুধ ও রাসায়নিক দ্রব্যাদি মিশিয়ে কাপড়ে পেঁচিয়ে রাখা হত কফিনের মধ্যে। আর এই ছবির পোস্টারেও দেখা গিয়েছে কিং খানের সারা শরীরে ব্যান্ডেজ। তাই ফ্যানদের পাল্টা রসিকতা, “আব্রাম ভুল কিছু বলেনি।”

আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘জওয়ান’।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...