জানুয়ারি ২২, ২০২৫

শেয়ার কিনেছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক ফকির আসাদুজ্জামান। পূর্ব ঘোষিত ৬৩২টি শেয়ার বাজার মূল্যে ব্লক মার্কেট থেকে কিনেছেন তিনি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ (রোববার) শেয়ারটির লেনদেন শুরু হয় ১৮ টাকা ৩০ টাকায়। কোম্পানিটির শেয়ার সংখ্যা ১১১ কোটি ২৯ লাখ ৬৮ হাজার ৩৫২টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৪৮ দশমিক ২২ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৪ দশমিক ৭৬ শতাংশ শেয়ার, বিদেশি বিনিয়োগকারীদের হাতে রয়েছে দশমিক ১৫ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৬ দশমিক ৮৭ শতাংশ শেয়ার।

২০২২ সালের ৩১ ডিসেম্বর শেয়ারহোল্ডারদের সর্বশেষ ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। এর মধ্যে ১২ শতাংশ নগদ আর ৩ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়া হয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...