জানুয়ারি ৮, ২০২৫

তারকা দম্পতি শাকিব খান-অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়। আজ ২৭ সেপ্টেম্বর জয়ের জন্মদিন। বিশেষ এই দিনটিতে শুভেচ্ছায় ভাসছেন এই স্টার কিড। জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন শাকিব খান।

চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শাকিব খানের ছেলে এবার পা দিয়েছে সপ্তম বছরে। এ নিয়ে বুধবার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আব্রামের একটি ভিডিও পোস্ট করেন শাকিব। ভিডিওর ক্যাপশনে শাকিব লিখেছেন, ‘তোমাকে ভালোবাসি আব্রাম। এমন দিনে আরও অনেক আনন্দ ফিরে আসুক। আল্লাহ তোমার মঙ্গল করুন। শুভ জন্মদিন।’

ওই ভিডিওতে বাবাকে নিয়ে গান গাইতে দেখা গেছে আব্রামকে।

শাকিব খান ২০০৮ সালে গোপনে বিয়ে করেন চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্ম হয় এ জুটির ছেলে আব্রাম খান জয়ের। ২০১৭ সালের এপ্রিলে একটি টিভি চ্যানেলে সব তথ্য ফাঁস করেন অপু বিশ্বাস।

আব্রাম বর্তমানে মায়ের সঙ্গে দেশের বাহিরে রয়েছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...