জানুয়ারি ৫, ২০২৫

কলকাতার নায়িকা ইধিকা পাল শাকিব খানের সঙ্গে প্রিয়তমা ছবিতে অভিনয় করে আলোচিত হয়েছেন। বাংলাদেশে তিনি শাকিব খানের নায়িকা হিসেবে পরিচিত।

কাজের সুবাদে দীর্ঘদিন তাকে থাকতে হয়েছে বাংলাদেশে। তার মনে জমেছে একাধিক স্মৃতি। সেসব স্মৃতি নিয়েই আগামী শুক্রবার তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদাগিরিতে আসবেন। সেটার ইঙ্গিত পাওয়া গেল এক সপ্তাহ আগেই। প্রতি শুক্র এবং শনিবার রাত সাড়ে ৯টা থেকে জি বাংলায় সম্প্রচারিত হয় সৌরভ সঞ্চালিত ‘দাদাগিরি’। বেশ জনপ্রিয় ওপার বাংলার এ টিভি শো। খবর আনন্দবাজারের।

ইধিকার সঙ্গে মশকরা করে সৌরভ জানতে চান বাংলাদেশের অভিজ্ঞতা। অভিনেত্রী জানান, তিনি কাজের জন্য ওপার বাংলায় গিয়েছেন। সেখানকার ভাষাও শিখেছেন। এমনকি তাকে বাংলা ভাষায় (বাংলাদেশের উচ্চারণ) সৌরভের সঙ্গে কথা বলতে দেখা যায়। ইধিকা সৌরভকে বলেন, ‘ইলিশ মাছ খাইতে পারেন?’ উত্তরে সৌরভও বাংলা ভাষায় তাকে বলেন, ‘হ কেউ কাঁটা বেছে দিলে পারি।’ তখন ইধিকা জানান ওখানে গিয়ে তিনি ১২টি ইলিশ মাছ খেয়েছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...