জানুয়ারি ২২, ২০২৫

ইসরায়েলের হামলার মুখে অবরুদ্ধ পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবির থেকে চার হাজারেরও বেশি ফিলিস্তিনি পালিয়ে গেছে। জেনিনের উপ-গভর্নরের বরাত দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

সোমবার রাত থেকে জেনিনের শরণার্থী শিবিরে হামলা শুরু করে ইসরায়েল। এ সময় ড্রোনও ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী। শরণার্থী শিবিরভিত্তিক ফিলিস্তিনি গোষ্ঠী জেনিন ব্রিগেডস জানিয়েছে, তারা ইসরায়েলি বাহিনীকে প্রতিরোধের চেষ্টা করেছে। ইসরায়েল তাদের এই হামলাকে ‘ব্যাপক সন্ত্রাসবাদ দমন প্রচেষ্টা’ হিসেবে অভিহিত করেছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও শতাধিক মানুষ।

জেনিনের উপ-গভর্নর কামাল আবু আল রৌব জানিয়েছেন, প্রায় চার হাজার শরণার্থী শিবির ছেড়ে পালিয়ে গেছেন। তাদেরকে জেনিন শহরের স্কুল ও অন্যান্য আশ্রয় কেন্দ্রে আশ্রয় দেওয়া হয়েছে।

জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, ইসরায়েলি হামলা দ্বিতীয় দিন গড়ানোর কারণে শরণার্থী শিবিরে খাদ্য,পানি ও শিশুদের দুধের তীব্র ঘাটতি দেখা দিয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...