জানুয়ারি ২২, ২০২৫

রাজধানীর বনানীতে তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীর বাসায় অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বাসায় তাকে পাওয়া গেলে আটক করা হতে পারে। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মো. রবিউল হোসেন ভুঁইয়া।

জানা যায়, ডিবি গুলশানের একটি টিম শমসের মবিন চৌধুরীর বনানীর বাসায় দুপুর থেকে অভিযান পরিচালনা করছে। যদি শমসের মবিনকে বাসায় পাওয়া যায় তাহলে তাকে আটক করা হবে।

এদিকে গতকাল বুধবার দুপুরে শমসের মবিন চৌধুরীকে বিদেশ যেতে বাধা দেয়া হয়েছে বলে জানা গেছে। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়।

এ বিষয়ে শমসের মবিন চৌধুরী গণমাধ্যমকে জানান, তিনি স্ত্রীর চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতে চেয়েছিলেন। কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে যেতে দেয়নি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...