জানুয়ারি ৭, ২০২৫

গ্যাস পাইপলাইনের জরুরী প্রতিস্থাপন ও অপসারণ কাজের জন্য শনিবার দুই ঘণ্টা রাজধানীর কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত বাটা সিগন্যাল থেকে গাউছিয়া পর্যন্ত ও কাঁটাবন থেকে সাইন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত রাস্তার উভয় পাশে এবং গাউছিয়া থেকে সাইন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত রাস্তার পূর্ব পাশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া উক্ত সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...