জানুয়ারি ২৩, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের শীর্ষস্থান দখল করেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির ২৮ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ২৫ লাখ ৫৯ হাজার ৬৬৩টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে নাভানা ফার্মা লিমিটেড। কোম্পানিটির ১৩ লাখ ২৫ হাজার ৯৮৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫ কোটি ৪৭ লাখ টাকা।

সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১৩ লাখ ৯১ হাজার ৬৩৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪ কোটি ১৮ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, অ্যাডভেন্ট ফার্মা, জেমিনি সী, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...