ডিসেম্বর ২৩, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং সিরামিকস লিমিটেড। এদিন কোম্পানিটির ২৬ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ কোম্পানিটি ১ কোটি ১৮ লাখ ১৩ হাজার ১৩৭টি শেয়ার হাতবদল করেছে।

আজ বৃহস্পিতবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইয়াকিন পলিমার লিমিটেড। আজ কোম্পানিটির ৮০ লাখ ৬ হাজার ৭১৫টি শেয়ার লেনদেন হয়। যার আর্থিক মূল্য ২৫ কোটি ৭৩ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা ১২ লাখ ২৬ হাজার ৯০৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২২ কোটি ৮৪ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- খুলনা প্রিন্টিং, প্যাসিফিক ডেনিমস, ফু-ওয়াং ফুড, বিডি থাই ফুড, এমারেল্ড অয়েল, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ও ইভিন্স টেক্সটাইল লিমিটেড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...