জানুয়ারি ১০, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিন কোম্পানিটির আজ ৩৭ কোটি ১২ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ আগস্ট ) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড। ব্যাংকটির শেয়ার লেনদেন হয়েছে ৩২ কোটি ৩৮ লাখ ৩৮ হাজার টাকার।

২৩ কোটি ২০ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ব্রাক ব্যাংক, এমজেএল বিডি, এনসিসি ব্যাংক, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, এনআরবি ব্যাংক এবং রবি আজিয়াটা পিএলসি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...