নভেম্বর ২২, ২০২৪

বিশ্বকাপে ভারতকে দুর্দান্ত নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। অপরাজিত থেকে দলকে তুলেছিলেন ফাইনালে। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে হৃদয় ভাঙে তাদের। নিঃশ্বাস দূরত্বে থাকা শিরোপাটা বগলদাবা করে নেয় অস্ট্রেলিয়া। ভারত হয়ে যায় দর্শক।

বিশ্বকাপ শেষে রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছে। বিশ্বকাপে তার দেওয়া নেতৃত্বে খুশি ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে ওয়ানডে অধিনায়ক হিসেবে আপাতত তাকে রাখতে আপত্তি নেই ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই)। তবে বোর্ড অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির মাধ্যমে টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক তৈরি করতে চাচ্ছে। সেক্ষেত্রে টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়তে হচ্ছে তাকে।

টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, রোহিত ইতোমধ্যে টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়তে রাজি হয়েছেন। সেক্ষেত্রে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি অধিনায়ক থাকছেন না।

বয়স বিবেচনায় পরবর্তী বিশ্বকাপে ওয়ানডে অধিনায়কত্বও হারাতে পারেন তিনি। কারণ, বর্তমানে তার বয়স ৩৬। ২০২৭ বিশ্বকাপে তার বয়স হবে ৪০। ধারণা করা হচ্ছে রোহিত ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবেন এবং আইসিসির ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২০২৫ চক্রেও খেলবেন। এরপর হয়তো আন্তর্জাতিক ক্রিকেট আর না খেলার সিদ্ধান্ত নিতে পারেন।

উদ্বোধনী এই ব্যাটসম্যানের ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ভারতের হয়ে তিনি ২৬২টি ওয়ানডে খেলে রান করেছেন ১০ হাজার ৭০৯টি। গড় ৪৯.১২। সেঞ্চুরি ৩১টি, হাফ সেঞ্চুরি ৫৫টি। ওয়ানডেতে তিনটি ডাবল সেঞ্চুরির রেকর্ড একমাত্র তার দখলে রয়েছে। ভারতের ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। সদস্য ছিলেন ২০১৩ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ী দলেরও।

তার নেতৃত্বে ভারত ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিল এবং সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছিল।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...