জানুয়ারি ১১, ২০২৫

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, রোজার আগেই ভারত থেকে চিনি ও পেঁয়াজ আসবে। আজ সোমবার (৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসক সম্মেলনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, রোজার আগেই ভারত থেকে চিনি ও পেঁয়াজ আসবে। ইতোমধ্যে ভারতের রপ্তানি আদেশের চিঠি ইস্যু হয়েছে। রমজানের আগেই পণ্য দুইটি বাংলাদেশে আসবে।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বাজারে মনিটরিং শুরু হয়েছে। এখন থেকে লিটারপ্রতি সয়াবিন তেল ১৬৩ টাকায় পাওয়া যাবে। এসময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ডিসিদের নির্দেশ দেন তিনি।

সম্মেলনে ‘কমোডিটি আইন’ হালনাগাদ করার পরামর্শ উঠে আসে। এর আগে ২০২০ সালে করোনার সময় ১ কোটি পরিবারের তালিকা করা হয়। সেগুলোকে আগামী ২ মাসের মধ্যে হালনাগাদ করার নির্দেশ দেন তিনি।

তিনি আরও বলেন, আগামী অর্থরছর থেকে স্থায়ী দোকানে টিসিবির পণ্য দেয়া হবে। প্রতিটি জেলা থেকে ১টি করে পণ্য বাছাই এবং সেই পণ্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাজারজাত করণে সহযোগিতা দেয়া হবে। সেইসঙ্গে পণ্যের কারিগরকে স্বীকৃতি দেয়া হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...