জানুয়ারি ২২, ২০২৫

বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশ ব্যাংকে রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলামে ৪টি ব্যাংক ৩ হাজার ৪০২ কোটি ৭৯ লাখ টাকার দরপত্র দাখিল করে।

বুধবার (৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স এন্ড পাবলিকেশন্স বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশ ব্যাংক রেপোর নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে ৭ দিন মেয়াদি রেপো সুবিধার আওতায় ৪টি ব্যাংক দরপত্র দাখিল করেছে। ব্যাংকগুলো ৩ হাজার ৪০২ কোটি ৭৯ লাখ টাকার দরপত্র দাখিল করে।

এতে আরও বলা হয়, সকল দরপত্র গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। আর ৭ দিন মেয়াদি রেপোর সুদের হার ছিল বার্ষিক শতকরা ৬ দশমিক ৬০ শতাংশ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...