নভেম্বর ৯, ২০২৪

রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে লাইবেরিয়ার পতাকাবাহী ‘এমভি সাপোডিলা’ জাহাজ। আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় বন্দরের আট নম্বর জেটিতে জাহাজটি নোঙর করে। এ জাহাজে রাশিয়া থেকে তিন হাজার ২৪৩ দশমিক তিন হাজার ৫৪৫ মেট্রিক টন মেশিনারিজ পণ্য আমদানি করা হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

মালামাল নিয়ে আসা জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোর্ট শিপ এজেন্ট লিমিটেডের সিনিয়র ব্যবস্থাপক অসীম সাহা জানান, গত ১৬ জুলাই জাহাজটি রাশিয়ার সেন্ট পিটার্সবাগ বন্দর থেকে তিন হাজার ৫৪৫ মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে ছেড়ে আসে। দুপুরে বন্দর জেটিতে নোঙর করার পর জাহাজ থেকে শ্রমিকরা পণ্য খালাস শুরু করেন। চার দিনের মধ্যে এসব পণ্য সম্পূর্ণ খালাস করে সড়ক পথে তা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।

সর্বশেষ গত ২৬ জুলাই রুশ জাহাজ ‘এমভি ইসানিয়া’য় এক হাজার ২৭০ মেট্রিক টন মেশিনারিজ পণ্য আসে।

এর আগে ১১ জুলাই ‘এমভি মার্গারেট’, একই মাসে ‘এমভি লিবার্টি হারভেস্ট’, ২৯ মে ‘এমভি আনকা স্কাই’, ৬ মে ‘, এমভি আনকা সান’ এবং ২৫ এপ্রিল ‘এমভি ইয়ামাল অরলান’ জাহাজ সরাসরি রাশিয়া থেকে রূপপুরের মালামাল নিয়ে মোংলা বন্দরে আসে। সেসব পণ্য ইতোমধ্যে রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছানো হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...