ডিসেম্বর ২৪, ২০২৪

বিজ ডেস্ক

রাশিয়ান বাহিনী আবারও ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে হামলার লক্ষ্যবস্তু করেছে। হামলার কারণে রাজধানী কিয়েভ ও অন্যান্য শহরগুলোর কিছু অংশে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে।

কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীতে হামলায় দুজন নিহত হয়েছেন। ডিনিপ্রো নদীর কাছে একটি পাওয়ার স্টেশনের চারপাশ থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

কিয়েভের পশ্চিমে জাইটোমিরে বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ডিনিপ্রোতে দুটি স্থাপনা ভয়াবহ রকম ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, ইরানের তৈরি ক্যামিকাজ ড্রোন দিয়ে এসব হামলা চালানো হচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার টুইটারে জানিয়েছেন, গত আট দিনে, ‘ইউক্রেনের ৩০ শতাংশ বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়ে গেছে, যার ফলে সারা দেশে ব্যাপক ব্ল্যাকআউট হয়েছে।’

মঙ্গলবার কয়টি ড্রোন দিয়ে রাশিয়া হামলা চালিয়েছে তা স্পষ্ট হয়নি। তবে ইউক্রেন দাবি করেছে, রাশিয়ান বোমারু বিমান ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এবং একটি এস-৩০০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভের একটি আবাসিক ভবনে আঘাত করেছে। এতে একজন নিহত হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...