ডিসেম্বর ২৬, ২০২৪

শক্তিশালী ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে লড়াই করেও হেরে গেল বাংলাদেশ দল। শেষ ওভারে ২০ রান তাড়ায় ১২ রানের বেশি স্কোর বোর্ডে জমা করতে পারেননি নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৫ রানের জয় পায় ভারত।

ভারতের বিপক্ষে উড়ন্ত সূচনা করেছিল বাংলাদেশ। ৭ ওভারে ৬৬ রান করে জয়ের পথেই ছিল টাইগাররা। কিন্তু বৃষ্টির কারণে সব শেষ হয়ে যায়।

বৃষ্টির পর খেলা গড়ায় কার্টল ওভারে। ১৬ ওভারে লক্ষ্য নির্ধারিত হয় ১৫১ রানে। বৃষ্টির আগে ৭ ওভারে ৬৬ রান করা বাংলাদেশের জয়ে পরের ৯ ওভারে প্রয়োজন ছিল ৮৫ রান।

কিন্তু বৃষ্টিতে আউট ফিল্ড ভিজে যাওয়ায় আস্কিং রান রেট তাড়া করে জয়ের বন্দরে নোঙর ফেলতে পারেনি বাংলাদেশ।

বিনা উইকেটে ৬৮ রান করা বাংলাদেশ এরপর ৪০ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায়।

শেষ দিকে উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদ জয়ের আশা জাগালেও দলকে এনে দিতে পারেনি সেই কাঙ্খিত জয়। বাংলাদেশ থামে ১৬ ওভারে ৬ উইকেটে ১৪৫ রানে। ভারত জয় পায় মাত্র ৫ রানে।

সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ১৮৪/৬
বাংলাদেশ: ১৬ ওভারে ১৪৫/৬
ফল: ভারত বৃষ্টি আইনে ৫ রানে জয়ী।
ম্যাচসেরা: বিরাট কোহলি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...