জানুয়ারি ২২, ২০২৫

দ্রুততম টি-২০ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন নামিবিয়ার মিডল অর্ডার ব্যাটার ইয়ান নিকোল লফটি-ইয়াটন। নেপালের বিপক্ষে ম্যাচে নেপালেরই কুশল মাল্লার রেকর্ড ভেঙেছেন তিনি। ছাড়িয়ে গেছেন ডেভিড মিলার, রোহিত শর্মাকেও।

পাঁচে ব্যাট করতে নেমে নিকোল ৩৬ বলে খেলেন ১০১ রানের ইনিংস। এর মধ্যে ৩৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন এই ব্যাটার। তার আগে ফিফটি করেন দলটির ওপেনার মালান ক্রুগার। নামিবিয়া ২০৬ রান তোলে। নেপাল থামে ১৮৬ রানে।

দুর্দান্ত ওই সেঞ্চুরির পথে নিকোল ১১টি চার ও আটটি ছক্কার শট খেলেন। এর আগে ৩৪ বলে দ্রুততম সেঞ্চুরির কীর্তি গড়েছিলেন কুশল মাল্লা। রেকর্ডটি তিনি গড়েছিলেন গত বছরের সেপ্টেম্বরে মঙ্গোলিয়ার বিপক্ষে।

টেস্ট খেলুড়ে দেশের মধ্যে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড ডেভিড মিলার ও রোহিত শর্মার। ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়া ব্যাটার মিলার ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন। দুই মাস পরে তার রেকর্ডে ভাগ বসান রোহিত শর্মা। তিনিও ৩৫ বলে সেঞ্চুরি করেন শ্রীলঙ্কার বিপক্ষে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...