ডিসেম্বর ৫, ২০২৪

‘কেমন পুলিশ চাই’ শীর্ষক পুলিশ সংস্কার কমিশন পরিচালিত জনমত জরিপের ফল প্রকাশ করা হয়েছে। এতে পুলিশি রিমান্ডে নির্যাতন ও হেফাজতে মৃত্যুকে সমর্থন করেন না ৯১ শতাংশের বেশি মানুষ।

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ‘কেমন পুলিশ চাই’ শীর্ষক জরিপের ফল বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।

জরিপের ফল পুলিশ সংস্কার কমিশনের ওয়েবসাইট (www.prc.mhapsd.gov.bd)-এ পাওয়া যাবে।

জরিপের ১৪ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১৬৭ ধারায় পুলিশ হেফাজতে বা রিমান্ডে আসামিকে জিজ্ঞাসাবাদের সময় নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। কখনো কখনো পুলিশ হেফাজতে আসামি বা সন্দেহভাজন আটক ব্যক্তিকে নির্যাতন ও হেফাজত মৃত্যু নিয়ে জনমনে ব্যপক সমালোচনা ও ক্ষোভ সঞ্চারিত হয়। আপনি কি আইনের ধারাটি সংস্কার চান?

এতে উত্তর দেন ২৪ হাজার ৪৪২ জন। এরমধ্যে ২২ হাজার ৪২০ জন এটিকে সমর্থন করেন। অর্থাৎ, ৯১ দশমিক ৭ শতাংশ মানুষ পুলিশি রিমান্ডে নির্যাতন ও হেফাজতে মৃত্যুকে সমর্থন করেন না।

আর ৮ দশমিক ৩ শতাংশ বা ২ হাজার ২২ জন উত্তরদাতা পুলিশি রিমান্ডে নির্যাতন ও হেফাজতে মৃত্যুকে সমর্থন করেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...