জানুয়ারি ২২, ২০২৫

ভারতের লোকসভা নির্বাচনে ফলাফল আসতে শুরু করেছে ৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করার সম্ভাবনা রয়েছে৷ যদিও বুথফেরত জরিপের সঙ্গে প্রকৃত ফলাফলের ব্যাপক ব্যবধান ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে৷ কারণ বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারো ভূমিধস জয় পাওয়ার যে গুঞ্জন উঠেছিল, বাস্তবতা তেমন নয় বলছে প্রাথমিক ফলাফল৷ তার দল বিজেপি নির্বাচনের সবশেষ পাওয়া ফলাফলে এগিয়ে থাকলেও গতবারের তুলনায় তা কমবে বলে ধারণা করা হচ্ছে৷

জানা গেছে, বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ ২৯১টি আসনে এগিয়ে। বিরোধী ইন্ডিয়া জোট ২৩৩টি আসনে এগিয়ে। অন্যরা এগিয়ে ২২টি আসনে। পরপর দুইটি লোকসভা নির্বাচনে শোচনীয় ফল করার পর কংগ্রেস এবার শতাধিক আসনে এগিয়ে আছে। আরও বিজেপি গতবারের তুলনায় অর্ধ শতাধিক আসনে পিছিয়ে আছে।

এদিকে দেশটির উত্তর প্রদেশের রায়বেরেলিতে জয়ের পথে কংগ্রেস নেতা রাহুল গান্ধী৷ নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী তিন লাখ ৭৩ হাজার ভোটে এগিয়ে আছেন তিনি৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী দিনেশ প্রতাপ সিং৷ দিনেশ এরইমধ্যে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তার দায়িত্ব পালনে ভুল বা ভোগান্তি হলে তার জন্য রায়বারেলির মানুষের কাছে ক্ষমা চেয়েছেন৷
LankaBangla securites single page

নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী ৫৪৩টি আসনের মধ্যে এককভাবে সরকার গঠনের জন্য কোনো দলকে ২৭২ টি আসনে জয়ী হতে হবে৷ সূত্র: ডিডাব্লিউ, এনডিটিভি

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...