জানুয়ারি ২৩, ২০২৫

রাশিয়ার কৌশলগত পরমাণু অস্ত্র গ্রহণের জন্য বেলারুশের সম্পূর্ণভাবে প্রস্তুত বলে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট আলেকজন্ডার লুকাশেংকো। তিনি বলেন, রাশিয়ার পরমাণু অস্ত্র বেলারুশে মোতায়েনের মধ্য দিয়ে এই কথা পরিষ্কার হবে যে, দুই দেশ তাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা করার জন্য প্রস্তুত রয়েছে।

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেংকো দেশটির আইনপ্রণেতাদের বলেন, প্রয়োজন হলে আমি এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বেলারুশে কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েন করতে পারি। আমাদের জাতি, আমাদের রাষ্ট্র এবং আমাদের জনগণকে রক্ষার জন্য কোন কিছুই আমরা বাদ রাখবো না।

পরমাণু অস্ত্র মোতায়েনের মধ্য দিয়ে রাশিয়া এবং বেলারুশ দুই দেশেরই প্রতিরোধ সক্ষমতা বাড়বে। তিনি বলেন, পরমাণু অস্ত্র মোতায়েনের কারণে সমস্ত যুদ্ধবাজ ঠাণ্ডা হবে। এ কথা দিয়ে লুকাশেংকো মূলত মার্কিন কর্মকর্তাদের প্রতি ইঙ্গিত করেছেন।

গত রোববার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেন যে, মস্কো বেলারুশে কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েন করতে যাচ্ছে। এতে রাশিয়ার কৌশলগত প্রভাব বাড়বে বলে তিনি উল্লেখ করেন। পার্সটুডে

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...