জানুয়ারি ২৩, ২০২৫

রাশিয়ার একটি শহরে মিসাইল হামলা করেছে ইউক্রেন। এই হামলায় অন্তত ২৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

শনিবার লুহানস্ক প্রশাসনিক অঞ্চলের লিসিচানস্ক শহরে ওই মিসাইল হামলা হয়। অঞ্চলটির প্রধান লিওনিদ প্যাসেচিংক গণমাধ্যমের কাছে মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন।

শনিবার শহরের ব্যস্ততম সময়ে ওই মিসাইল হামলাটি চালানো হয়। এতে একটি ব্যাকারি ধ্বংস হয়ে গেছে। নিহতরা ওই ব্যাকারির কর্মী ছিলেন বলে জানা গেছে।

রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দেয়া হাইমার্স মিসাইল দিয়ে ওই হামলা চালানো হয়েছে। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে ১০ জনকে।

ওই ভবনের নিচে ৪০ জন আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

লিসিচানস্ক শহরে প্রায় এক লাখ মানুষের বাস। ২০২২ সালের জুলাই মাসে ইউক্রেনের সাবেক এই শহরটি জয় করে রুশ সেনারা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...