জানুয়ারি ২২, ২০২৫

ইউক্রেন চাইলে ব্রিটিশ অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে পারে বলে মত দিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। শুক্রবার কিয়েভ সফরকালে তিনি এ মতামতের কথা জানিয়েছেন। শুধু তাই নয়, কিয়েভকে অভূতপূর্ব সহায়তা করার কথাও ঘোষণা দিয়েছেন।

শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ক্যামেরন বলেছেন, ইউক্রেনের যতদিন প্রয়োজন হবে, যুক্তরাজ্যের পক্ষ থেকে প্রতিবছর ৩৭৫ কোটি মার্কিন ডলার করে দেওয়া হবে।

ক্যামেরন জানিয়েছেন, কিভাবে ব্রিটিশ অস্ত্র ব্যবহার করতে হবে তা ইউক্রেনের ওপর নির্ভর করছে। রাশিয়ার ভূখণ্ডে লক্ষ্যবস্তুতে আঘাত করার অধিকার তাদের রয়েছে। যতদিন প্রয়োজন ততদিন যুক্তরাজ্য প্রতিবছর ইউক্রেনকে ৩৭৫ কোটি ডলার দিয়ে যাবে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ‘রাশিয়া যেভাবে ইউক্রেনের অভ্যন্তরে হামলা চালাচ্ছে, তা দেখে আপনি বুঝতে পারবেন কেন ইউক্রেন নিজেকে রক্ষা নিশ্চিত করার প্রয়োজনীয়তা অনুভব করছে।’ ক্যামেরনের এই মন্তব্যের নিন্দা জানিয়েছে রাশিয়া। একে ‘ভয়ংকর বিবৃতি’ বলে মন্তব্য করেছে দেশটি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘এটি ইউক্রেনের সংঘাতকে ঘিরে সরাসরি উত্তেজনা বৃদ্ধির প্ররোচনা, যা সম্ভবত ইউরোপীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করবে।’ ইউক্রেনকে একাধিকবার রাশিয়ার অভ্যন্তরে তেল শোধনাগারগুলোতে হামলা চালাতে নিষেধ করে যুক্তরাষ্ট্র। দেশটির আশঙ্কা, এতে উত্তেজনা আরও বাড়বে।

রুশ সেনারা সম্প্রতি ইউক্রেনের কয়েকটি অঞ্চলে সামনে অগ্রসর হয়েছে। ইউক্রেনের অস্ত্র ও সেনা ঘাটতির সুযোগ নিয়ে কয়েকটি শহর ও গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে। ইউক্রেনের অন্যান্য শহরেও হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। শুক্রবার রাতে (স্থানীয় সময়) রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ছয়জন আহত হয়েছেন।

তাদের মধ্যে দুজন নারী ও একটি শিশু রয়েছে। শনিবার ভোরে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনহুবভ বলেছেন, বিধ্বস্ত রাশিয়ান ড্রোনের ধ্বংসাবশেষ বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানলে এ ঘটনা ঘটে। এ সময় একটি অফিস ভবনে আগুনও লেগে যায়। তিনি আরও বলেছেন, ১৩ বছর বয়সি একটি শিশু এবং এক নারীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত আরেক নারীকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে জরুরি পরিষেবা কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...