জানুয়ারি ৮, ২০২৫

বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে জাতীয় গ্রিডে সরবরাহের জন্য বাণিজ্যিক উৎপাদনে যাবে বিদ্যুৎকেন্দ্রটি।

আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (বিআইএফপিসিএল) এ পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন করে।

গত ২৮ জুন সকাল ৮টা ৫১ মিনিটে দ্বিতীয় ইউনিট থেকে ৬৬০ মেগাওয়াট জাতীয় গ্রিডে সফলভাবে যুক্ত হয়। এদিকে কারিগরি ত্রুটির কারণে ৩০ জুন থেকে বন্ধ থাকে আরেকটি ইউনিট।

বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টটির ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিটটি ২০২২ সালের ডিসেম্বর থেকে চালু হয়। ইতিমধ্যে ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটের সব কার্যক্রম সম্পন্ন হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...