জানুয়ারি ২২, ২০২৫

দুই আমেরিকান দম্পতি সারারাত ঘুমিয়ে ছিল প্যারিসের আইফেল টাওয়ারের চূড়ায়। মঙ্গলবার সকালে তাদের অবস্থান চিহ্নিত করে টাওয়ারের অপারেটর প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মীরা।

প্যারিসের প্রসিকিউটররা এএফপিকে বলেছেন, ‘তারা মাতাল হওয়ার কারণে আটকে গেছে বলে মনে হচ্ছে।’

সকাল ৯টায় টাওয়ার খোলার আগে নিয়মিত টহল দিতে গিয়ে নিরাপত্তা রক্ষীরা টাওয়ারের সর্বোচ্চ তলায় দুই আমেরিকানকে ঘুমন্ত অবস্থায় পায়। পরে তাদের জাগিয়ে তুলে টাওয়ারের নিচে নামিয়ে আনা হয়।

একটি পুলিশ সূত্র জানিয়েছে, রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে প্রবেশের টিকিটের জন্য অর্থ প্রদান করেছিলেন এই দম্পতি। তারা টাওয়ারের শীর্ষ তলা থেকে সিঁড়ি বেয়ে নিচে নামার সময় নিরাপত্তা বেষ্টনি পেরিয়েছিলেন। তারা টাওয়ারের দ্বিতীয় এবং তৃতীয় তলার মধ্যে সাধারণভাবে জনসাধারণের জন্য বন্ধ একটি জায়গায় খোলা আকাশের নিচে রাত কাটিয়েছিলেন। বিপজ্জনক উচ্চতা থেকে লোকেদের পুনরুদ্ধারের জন্য একটি বিশেষজ্ঞ ইউনিটসহ অগ্নিনির্বাপক কর্মীরা খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। এই দম্পতির বিরুদ্ধে মামলা করা হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...