জানুয়ারি ৮, ২০২৫

রাজধানীর ২০টি স্থানে কৃষি পণ্যের ওপেন মার্কেট সেল (ওএমএস) কার্যক্রম চলছে। কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর বিভিন্ন পয়েন্টে স্বল্পমূল্যে ৬ থেকে ১০ ধরণের এসব কৃষিপণ্য বিক্রি হচ্ছে।

উল্লেখ্য, এই কর্মসূচির আওতায় একজন গ্রাহক ৩০ টাকায় এক কেজি আলু (জনপ্রতি সর্বোচ্চ ৫ কেজি) , ১৩০ টাকায় এক ডজন ডিম, ৭০ টাকায় এক কেজি পেঁয়াজ, ২০ টাকায় ১ কেজি কাঁচা পেঁপে ও পাঁচ কেজি বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি প্যাকেজ আকারে কিনতে পারবেন।

কৃষি ও খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, প্রাথমিকভাবে রাজধানীর ২০টি স্থানে ট্রাক সেলের (ট্রাকে করে বিক্রি) মাধ্যমে এসব কৃষিপণ্য বিতরণ করা হবে। স্থানগুলো হচ্ছে সচিবালয় এলাকার খাদ্য ভবন, মানিক মিয়া অ্যাভিনিউ, মিরপুর-১০, বাসাবো, বছিলা, রায়ের বাজার, রাজারবাগ, মুগদা উত্তর, মুগদা দক্ষিণ, পলাশী মোড়, হাজারীবাগ, মোহাম্মদপুর, গাবতলী, মহাখালী বাসস্ট্যান্ড, বেগুনবাড়ী, উত্তর খান, দক্ষিণ খান, কামরাঙ্গীরচর, রামপুরা ও জিগাতলা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...