জানুয়ারি ২৩, ২০২৫

রাজধানীতে শীতের তীব্রতা কিছুটা কমলেও একইভাবে অনুভূত হবে। রাত ও দিনের তাপমাত্রা কিছুটা করে বাড়তে পারে। আবহাওয়ার পূর্বাভাসে এমনটি বলা হয়েছে।

রোববার সকালে আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ‘শীতের আজকে (রোববার) সকালে সামান্য বেড়ে হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে শীতের তীব্রতা একইভাবে অনুভূত হবে।’

গতকাল (শনিবার) ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ ছিল ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে ২০১৮ সালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...