আগস্ট ৭, ২০২৫

রাজধানী ঢাকাতে মাদকবিরোধী অভিযানে ৬১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) ছয়টা থেকে শুক্রবার (১৮ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদক বিক্রি ও সেবনের অপরাধে ২৪ ঘণ্টায় ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের কাছ থেকে ৩৯২ গ্রাম হেরোইন, ৯০ বোতল ফেনসিডিল, ২০ লিটার দেশি মদ, ৩০৫৬ পিস ইয়াবা ও ৫০ কেজি ৯৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...