জানুয়ারি ২২, ২০২৫

অভিনয়ের পাশাপাশি গান গাইতে ভালবাসেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। অভিনয় তো রয়েছেই, সেই সঙ্গে গান নিয়েও নতুন করে এগোতে চান অভিনেত্রী। সম্প্রতি গান নিয়েই নতুন খবর দিলেন পরিণীতি।

ইমতিয়াজ আলির পরবর্তী ছবি ‘চমকিলা’র শুটিং শেষ করেছেন পরিণীতি। তবে শুধু অভিনয় নয়, পরিণীতি নাকি এই ছবির অ্যালবামের জন্য গানও গেয়েছেন। পরিণীতি জানান, শুধুমাত্র এই কারণেই ‘চমকিলা’তে অভিনয় করতে রাজি হন তিনি।

বড় পর্দায় গায়িকা হিসাবে পরিণীতির আত্মপ্রকাশ যে এই প্রথম বার হতে চলেছে, তা নয়। এর আগে ‘মেরি পেয়ারি বিন্দু’তে গান গেয়েছিলেন পরিণীতি। সেই গান বেশ জনপ্রিয়ও হয়। তবে ইমতিয়াজের পরিচালনায় এই ছবিতে পরিণীতি নাকি একাই প্রায় ১৫টির মতো গান গাইবেন। সেই কারণেই নাকি ছবির প্রস্তাবে রাজি হয়েছিলেন পরিণীতি।

এ প্রসঙ্গে পরিণীতি বলেন, ‘এই ছবিতে অভিনয় করতে রাজি হয়েছিলাম শুধুমাত্র গান গাইতে পারব ভেবে।’

এ প্রসঙ্গে পরিণীতি বলেন, ‘আমি একই সঙ্গে দুটো কেরিয়ার এগিয়ে নিয়ে যেতে চাই। তার জন্য পরিশ্রম করতে হবে প্রচুর। তবে আমার মনে হয়, আমি পারব। আমি অতিরিক্ত কিছু ভাবতে চাই না। আমার পরিবার, বন্ধু, স্বামী, অভিনয় আর গান নিয়ে ভাল থাকতে চাই। সবগুলোই আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...