জানুয়ারি ১০, ২০২৫

ক্যারিয়ারের শেষটা আর্জেন্টিনায় কাটাতে চেয়েছিলেন আনহেল ডি মারিয়া। শুরুর মতো শেষটাও করতে চেয়েছিলেন রোজারিও সেন্ট্রালের জার্সিতে। তবে আর্জেন্টিনাকে দুটি কোপা আমেরিকা ও কাতার বিশ্বকাপের শিরোপা এনে দেওয়া এই ফুটবলার সে আশা বোধহয় আর পূরণ হচ্ছে না। মেয়েকে হত্যার হুমকির পর নিরাপত্তা শঙ্কায় জন্মভূমি আর্জেন্টিনায় ফিরছেন না এই উইঙ্গার।

আর্জেন্টিনার তৃতীয় বৃহত্তম শহর রোজারিও। সাম্প্রতিক সময়ে গ্যাংভিত্তিক অপরাধের বিস্তারে এ শহরের নিরাপত্তা ব্যবস্থার ব্যাপক অবনতি ঘটেছে। এর জেরে বুলেটবিদ্ধ শূকরের একটি মাথা হুমকি হিসেবে ডি মারিয়ার পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছিল। এরপর থেকেই নিরাপত্তার শঙ্কায় ভুগছেন তিনি। অবশেষে জন্মভূমিতে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

আর্জেন্টিনার টেলিভিশন চ্যানেল ‘রোজারিও ৩’-কে ডি মারিয়া বলেছেন, ‘আমাদের বোনের ব্যবসা প্রতিষ্ঠানে হুমকি দেওয়া হয়েছে। একটি বাক্সে করে বুলেটবিদ্ধ শূকরের মাথার সঙ্গে চিরকুট পাঠানো হয়েছে। যেখানে বলা হয়েছে, আমি যদি (রোজারিও) সেন্ট্রালে ফিরি, তাহলে পরবর্তী মাথাটি হবে আমার (ছোট) মেয়ে পিয়ার।’

আর তাই পরিবারের নিরাপত্তার কথা ভেবে এখন রোজারিওতে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ডি মারিয়া, ‘আমি এভাবে রোজারিওতে ফিরব না। ওরা আমার পরিবারের দিকে হাত বাড়িয়েছে, আমি কোনোভাবেই সেটা হতে দেব না।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...