নভেম্বর ১৫, ২০২৪

বন্দি বিনিময় চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে পাঁচজন ইরানি নাগরিক মুক্তি পাচ্ছেন। মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে তাদের আটকে রেখেছে দেশটি। জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

ইরানের স্থায়ী মিশনের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম বলেছে, খুব শিগগিরই এই পাঁচ ব্যক্তি মার্কিন কারাগার থেকে মুক্তি পাবেন। মঙ্গলবার ইরানি মিশন নিউ ইয়র্ক থেকে ইরানের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা ইরনাকে এ তথ্য জানিয়েছে।

মিশন কর্তৃপক্ষ জানিয়েছে, মুক্তি পাওয়া পাঁচজনের মধ্যে কয়েকজন আমেরিকায় থাকবেন এবং বাকিরা ইরানে ফিরে যাবেন।

যে পাঁচ ইরানি নাগরিক মুক্তি পেতে যাচ্ছেন তাদের নামও জানিয়েছে দেশটির স্থায়ী মিশন। তারা হলেন- মেহেরদাদ মইন আনসারী, কাম্বিজ আত্তার কাশানি, রেজা সারহাংপুর কোফরানি, আমিন হাসানজাদেহ এবং কাভে লুৎফুল্লাহ আফরাসিয়াবি।

অপরদিকে, মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, নির্ধারিত সময়েই বন্দি বিনিময় সম্পন্ন হবে।

তিনি জানান, ইরানি কারাগারে বন্দি মার্কিন নাগরিকরা ভালো ও অসুস্থ আছেন। তারাও দ্রুতই তাদের নিজেদের বাড়িতে ফিরে যাবেন।

প্রসঙ্গত, গত ১০ আগস্ট আনুষ্ঠানিকভাবে এই চুক্তির কথা প্রকাশ করে ইরান। এর আগে দুই বছর ধরে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...